পুদিনা পাতার উপকারিতা

 

লতা পাতার জগতে বহুল উপকারিতার জন্য একটি পরিচিত পাতা হলো পুদিনা পাতা ঃ 

চিবিয়ে খেলে পুদিনা পাতার উপকারীতা ঃ 

  • শরীর আর্দ্র রেখে  শরীরে পানির ঘাটতি তৈরি হতে দেয় না। তাই গরমে বেশী করে পুদিনা পাতা চিবিয়ে খাওয়া জরুরী। 
  • হজমের গোলমাল ঠেকাতে পুদিনা পাতা অত্যন্ত কার্যকর। 
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে , রোগ বালাইয়ের সঙ্গে লড়াই করার জন্য পুদিনা পাতা চিবিয়ে খাওয়া ‍জরুরী। 
  • শুধু শরীরের নয় , ত্বকের যত্নেও পুদিনা পাতার ভুমিকা অত্যন্ত কার্যকর। 
এ ছাড়াও 
  • খাদ্যে অরুচি পাকস্থলীর প্রদাহে পুদিনা পাতার রস উপকারী।
  • শুকনো কাশিতেও পুদিনা পাতা ব্যবহার ব্যবহার হয়।
  • ফোলা ও ব্যথা কমানোর জন্য পুদিনা পাতা থেতো করে বা বেটে লাগালে ব্যথার উপশম হয় । 
  • বাতের ব্যথা , মাথার যন্ত্রনা সাড়াতে পুদিনা পাতার নির্যাস ব্যবহার করা হয়।

























Post a Comment

0 Comments