নিম পাতার রস দিয়ে কীটনাশক তৈরির পদ্ধতি ঃ
উপকরণ ঃ
নিমপাতা ও পানি
প্রস্তুত প্রনালীঃ
পদ্ধতি -১ ঃ
আধা কেজি পাতা ২ লিটার পানিতে সারারাত ভিজিয়ে রাখতে হবে। পরদিন হাত দিয়ে পাতা গুলো যথাসম্ভব কচলিয়ে তারপর ছেকে নির্যাসকে আরো ১০ লিটার পানিতে মিশিয়ে দ্রবণ তৈরি করা যায় ।
অথবা পদ্ধতি -২ ঃ
একটি মাটির পাত্রে ৫ কেজি পরিমাণ তাজা নিম পাতার সাথে ৮ লিটার পানি মিশিয়ে পাত্রের মুখ পলিথিন দিয়ে বেধেঁ ১৫ দিন রেখে দিতে হবে। তার পর মিশ্রণটি ছেকে নিয়ে তার সাথে ১ ঃ ৫ অনুপাতে পানি মিশিয়ে স্প্রে করতে হবে।
অথবা পদ্ধতি - ৩ ঃ
ছায়াতে শুকনা নিমের পাতা গুড়া করতে হবে।
ব্যবহার বিধি ঃ
(চলবে)
0 Comments