নিম বীজের নির্যাস থেকে প্রাকৃতিক পদ্ধতিতে কীটনাশক তৈরির পদ্ধতি ঃ
উপকরণ ঃ
নিমবীজ ও পানি
প্রস্তুত প্রনালী ঃ
আধা কেজি নিমবীজ গুড়া করার পর ২ লিটার পানিতে সারারাত ভিজিয়ে রাখতে হবে। পরদিন সকালে পাতলা কাপড় দিয়ে নির্যাসকে ছাঁকতে হবে। পরে উক্ত দ্রবণের সাথে আরো ১০ লিটার পানি মিশিয়ে এর দ্ররণ বানাতে হবে।
ব্যবহার বিধিঃ
ফসলের পাতা ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে।
কার্যকারীতা ঃ
উপরোক্ত দ্রবণ স্প্রে করার ফলে মাছি পোকা , বিটল জাতীয় কীড়া, বিছা পোকা দমন করা যায়।
0 Comments