ঝোলা গুড়ের ফাঁদ

 ঝোলা গুড়ের ফাঁদ দিয়ে সবজির ফুল রক্ষার উপায় ঃ 

একটি প্লাস্টিকের বোতলে জানালার মত করে কেটে নিতে হবে। এর মধ্যে প্রায় ১৫ গ্রাম ঝোলা গুড় তা সবজির মাচায় যেখানে ফুল ফোটে তা থেকে আধা হাত উপরে ঝুলিয়ে দিতে হবে। রোদ ও বৃষ্টির পানি যেন না পড়ে তা খেয়াল রাখতে হবে। বোতলের গুড়ের রস শুকিয়ে গেলে একটু পানি দিতে হবে। 

বোতলের ভিতরে মরা পোকা গুলো নিয়মিত পরিস্কার করে দিতে হবে। কয়েক দিন পর পর পুরাতনটি ফেলে দিয়ে নতুন বোতল করে উপরোক্ত নিয়মে ঝুলিয়ে দিতে হবে। 

সবজির বাগানের পরিধি অনুপাতে যতগুলো বোতল তৈরি করা যায় সেভাবে তত গুলো তৈরি করে সবজির বাগানে সাজিয়ে দিতে হবে। 


কার্যকারীতাঃ সব ধরনের মাজরা/মথ পোকা দমন হয়ে যাবে। 

Post a Comment

0 Comments