কাঠের ছাই ব্যবহার করে কীটপতঙ্গ দুরীকরণ এর ক্ষেত্রে ব্যবহার

 কাঠের ছাই দিয়ে কিভাবে বালাই নাশক তৈরি করে কীটপতঙ্গ দুর করা যায় তার ব্যবহার বর্ণিত হলো ঃ-

ভুমিকাঃ কাঠের ছাই  এমন একটি সার হিসেবে ব্যবহার করা যায় যাহা কৃষি জমির মাটির পুষ্টি সমৃদ্ধ করতে ব্যবহৃত হয় । এই ভুমিকায় কাঠের ছাই পটাশিয়াম এবং ক্যালসিয়াম কার্বনেটের উৎস হিসেবে কাজ করে। পরবর্তীতে অম্লীয় মাটিকে নিরপেক্ষ করার জন্য একটি লিমিং এজেন্ট হিসাবে কার্যবলী সম্পাদন করে। 

প্রস্তুত প্রনালী ঃ 

  1. পানি ও ছাই একত্রে মিশাতে হবে। 
  2. সমপরিমান চুনের গুড়া এবং ছাই সাবানযুক্ত পানিতে মিশাতে হবে। 
  3. সদ্য কাঠের লাখড়ি পুড়িয়ে ঠান্ডা ছাই সংগ্রহ করতে হবে।

 আরো পড়ুন ঃ রিং পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার প্রস্তুত প্রণালী


ব্যবহার বিধিঃ ১ ও ২ নং পদ্ধতির মিশ্রণটি মাটির একটু গভীরে ছাই ছড়িয়ে দিতে হবে।  ৩ নং পদ্ধতি সদ্য পোড়ানো ছাই গাছের শিকড়ের চারদিকে ছাই ছড়িয়ে দিয়ে মাটি ঢেকে দিতে হবে। 

কার্যকারীতা ঃ এতে বিটল পোকা, কীড়া পোকা এবং শসার পোকা দমন করা যায় । যেসব পোকা বুকে ভর করে চলে সেসব পোকার জন্য ছাই অত্যন্ত কার্যকারী। left-sidebar


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নাহার অর্গানিকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url