কাঠের ছাই দিয়ে কিভাবে বালাই নাশক তৈরি করে কীটপতঙ্গ দুর করা যায় তার ব্যবহার বর্ণিত হলো ঃ-
ভুমিকাঃ কাঠের ছাই এমন একটি সার হিসেবে ব্যবহার করা যায় যাহা কৃষি জমির মাটির পুষ্টি সমৃদ্ধ করতে ব্যবহৃত হয় । এই ভুমিকায় কাঠের ছাই পটাশিয়াম এবং ক্যালসিয়াম কার্বনেটের উৎস হিসেবে কাজ করে। পরবর্তীতে অম্লীয় মাটিকে নিরপেক্ষ করার জন্য একটি লিমিং এজেন্ট হিসাবে কার্যবলী সম্পাদন করে।
প্রস্তুত প্রনালী ঃ
- পানি ও ছাই একত্রে মিশাতে হবে।
- সমপরিমান চুনের গুড়া এবং ছাই সাবানযুক্ত পানিতে মিশাতে হবে।
- সদ্য কাঠের লাখড়ি পুড়িয়ে ঠান্ডা ছাই সংগ্রহ করতে হবে।
ব্যবহার বিধিঃ ১ ও ২ নং পদ্ধতির মিশ্রণটি মাটির একটু গভীরে ছাই ছড়িয়ে দিতে হবে। ৩ নং পদ্ধতি সদ্য পোড়ানো ছাই গাছের শিকড়ের চারদিকে ছাই ছড়িয়ে দিয়ে মাটি ঢেকে দিতে হবে।
কার্যকারীতা ঃ এতে বিটল পোকা, কীড়া পোকা এবং শসার পোকা দমন করা যায় । যেসব পোকা বুকে ভর করে চলে সেসব পোকার জন্য ছাই অত্যন্ত কার্যকারী।
0 Comments