কমেন্টস্ নীতিমালা
নাহার অর্গানিকের কমেন্টস্ নীতি
১. উদ্দেশ্য ঃ
www.naharorganic.com এর কমেন্টস বিভাগের উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের মধ্যে গঠনমূলক আলোচনা, জ্ঞান বিনিময় এবং সম্প্রদায় ভিত্তিক সচেতনতা বৃদ্ধি করা। সকল ব্যবহারকারী তাদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারেন, এমন একটি পরিবেশ তৈরি হলে মতামত প্রকাশ সাবলীল হয়। আমাদের আরো বিশ্বাস যে, যেকোনো গঠনমূলক মতামত ভুলকে সংশোধন করে। গঠনমূলক মতামত না থাকলে পরিপূর্ণ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। ভুল বা দোষ আলোচনা করার জন্য নয় বরং সংশোধন করে দেওয়ার জন্য মতামত প্রদান করা অত্যন্ত প্রয়োজন। তাই আমাদের ব্লগে কমেন্টস্ করার সময় নিম্নের নীতিগুলো মেনে চলার জন্য বিনীত অনুরোধ করছি।
২. মতামত প্রদানের ক্ষেত্রে দিক নির্দেশিকা
আমরা সকল ব্যবহারকারীকে মতামত প্রকাশের সময় নিম্নলিখিত নির্দেশিকা মেনে
চলার জন্য অনুরোধ করছিঃ
- শিষ্টাচার ও সম্মান জনক আচরনঃ মতামত প্রদানের সময় কোন ব্যক্তি,গোষ্ঠি, ধর্ম বা সম্প্রদায়ের প্রতি আক্রমণাত্মক, অশ্লীল বা বৈষম্যমূলক ভাষা ব্যবহার করা হতে বিরত থাকা বাধ্যতামূলক। অবশ্যই শিষ্টাচার ও সম্মানজনক আচরন প্রকাশ করে মতামত প্রদান করতে হবে।
- বিষয়ের সাথে সংগতিপূর্ন বা প্রাসঙ্গিকতাঃ মতামত গুলো অবশ্যই পোষ্টের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত হতে হবে। অপ্রাসঙ্গিক বা স্প্যাম মতামত গ্রহণযোগ্য হবে না। তবে পোষ্টের বিষয়ের উপর প্রশ্ন করা বা পরামর্শ চাওয়া যেতে পারে। প্রাসঙ্গিক বিষয়ের উপর অভিজ্ঞতা বা তথ্য শেয়ার করা পোস্ট গুলোকে আরো উন্নত করবে।
- সততা ও নির্ভরযোগ্যতা ঃ মিথ্যা তথ্য, গুজব, বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে। যদি কোন তথ্য শেয়ার করেন , তবে নির্ভরযোগ্য উৎস উল্লেখ করার চেষ্টা করতে হবে। কেননা মতামত শেয়ার করা যে কোন আলোচনাকে সমৃদ্ধ করে।
- ভাষার শালীনতাঃ অশ্লীল, অশোভন বা আপত্তিকর ভাষা ব্যবহার করা কঠোর ভাবে নিষিদ্ধ। অবশ্যই বিনয়ী ও সদ্ভাবপূর্ণ ভাষা ব্যবহার করতে হবে।
- ব্যক্তিগত তথ্যঃ অন্য বা নিজের ব্যক্তিগত তথ্য ( যেমন- নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি) শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।
৩. মতামতের মডারেশন নীতি
- সব কমেন্টস্ পর্যালোচনার পর প্রকাশ করা হতে পারে।
- প্রয়োজনে অ্যাডমিন যে কোন কমেন্ট মুছে ফেলতে বা সম্পাদন করতে পারে।
- ধারাবাহিক ভাবে নীতিমালা ভাঙলে ব্যবহারকারীকে ব্লক বা নিষিদ্ধ করা হতে পারে।
৪. ব্যবহারকারীর দায়িত্ব
- নিজস্ব মতামত ঃ কমেন্টসে প্রকাশিত মতামত ব্যবহারকারীর নিজস্ব। এখানে ব্যবহারকারী তার নিজস্ব মতামত প্রদান করে থাকে। এটা www.naharorganic.com এর মতামতের প্রতিনিধিত্ব হিসেবে গণ্য হবে না।
- আইনি দায়িত্ব ঃ ব্যবহারকারী তার মতামতের জন্য আইনি দায়বদ্ধতা নিজে বহন করবেন। কোনো অবৈধ কার্যকলাপে জড়িত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তথ্য প্রদান করা হতে পারে।
- প্রতিক্রিয়া ঃ কমেন্টস এর মাধ্যমে গঠনমূলক প্রতিক্রিয়া বা পরামর্শ দেওয়ার জন্য আমরা সকলকে উৎসাহ প্রদান করে থাকি। গঠনমূলক প্রতিক্রিয়া আমাদের কনটেন্ট উন্নত করতে সহায়তা করে।
৫. গোপনীয়তা ঃ
- কমেন্টসে প্রকাশিত তথ্য ও সার্বজনীন হতে পারে। অতএব ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা অত্যন্ত জরুরী।
- আমরা ব্যবহারকারীদের ইমেইল বা আইপি ঠিকানার মধ্যে তথ্য সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। যা আমাদের গোপনীয়তা নীতিতে বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে।
৬. যোগাযোগ
- কমেন্টস নীতি সম্পর্কিত যে কোন প্রশ্ন বা অভিযোগের জন্য আমাদের যোগাযোগ পেজের মাধ্যমে যোগাযোগ করুন। আমরা তিন দিনের মধ্যে আপনার অভিযোগের উত্তর দেওয়ার চেষ্টা করব।
- নীতিমালা কোন ধরনের পরিবর্তনের হলে , আমরা ওয়েবসাইটে আপডেট প্রকাশ করব।
www.naharorganic.com এর কমেন্টস বিভাগে অংশগ্রহণ করুন এবং আমাদের সাথে একটি জ্ঞানভিত্তিক আলোচনা ও
সম্মানজনক পরিবেশ গড়ে তুলতে সহায়তা করুন। আপনার অংশগ্রহণের জন্য
অনেক ধন্যবাদ।
নাহার অর্গানিকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url